ঢাকা, ২০ এপ্রিল রোববার, ২০২৫ || ৭ বৈশাখ ১৪৩২
good-food
৩৬৮

করোনা উপশমে সাহায্য করে শ্বাসকষ্ট কমানোর ওষুধ 

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:৪৫ ১৪ এপ্রিল ২০২১  

কোভিড আক্রান্তদের দ্রুত সেরে উঠতে সাহায্য করে ইনহেলার বা শ্বাসকষ্ট কমানোর স্প্রে। এমনই দাবি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল। 
সম্প্রতি করোনা রোগীদের ওপর ইনহেলারে ব্যবহৃত গ্লুকোকোর্টিকয়েডসের প্রভাব নিয়ে কাজ করেছেন তারা। 


গবেষকরা দেখেছেন, ওষুধটির প্রভাবে এই রোগীদের সমস্যা কমেছে। এর আগে চীন, ইতালিসহ আরও কয়েকটি দেশে দেখা গিয়েছিল, শ্বাসকষ্টের রোগীরা, যাঁরা এই ধরনের ওষুধ নেন, তাঁরা কোভিড থেকে তুলনামূলক তাড়াতাড়ি সেরে উঠছিলেন। 


সেখানে থেকেই গবেষকদের মাথায় ইনহেলারের ভূমিকা নিয়ে প্রশ্ন আসে। ল্যানসেট জার্নালে প্রকাশিত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাটি ১৪৬ জন কোভিড আক্রান্তকে নিয়ে করা হয়েছিল। দেখা গেছে, বাডসোনাইড নামক শ্বাসকষ্টের ওষুধ যেসব রোগীকে দেওয়া হয়েছে, তাঁরা তুলনামূলক দ্রুত সেরে উঠেছেন।


তবে এখনই এ নিয়ে সিদ্ধান্ত পৌঁছতে চাইছেন না গবেষকরা। এখনও কোভিড আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে এগোনোর পরামর্শ দিচ্ছেন তাঁরা।

করোনাভাইরাস বিভাগের পাঠকপ্রিয় খবর